গত ২৪ ঘণ্টায় কোস্টগার্ডের ৬ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

নিজস্ব সংবাদদাতা: সমুদ্র পথে মাদক পাচারকারীদের সিন্ডিকেট ভাংতে ও মাদকের রুট ধ্বংস করতে বরাবরই তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ২০/২১ তারিখ কয়েকদিন ধরে বাংলাদেশ মায়ানমার সীমান্তে বাড়তি উত্তেজনায় গুরুত্বপূর্ণ স্থান সমুহে কোস্ট গার্ডের অতিরিক্ত নজরদারি বাড়ানোর ফলে মাদক পাচারকারীরা ভেবেছিল মাদকের রুট বোধহয় অরক্ষিত হয়ে গেছে। কিন্তু তাদের অসৎ পরিকল্পনা কোস্ট গার্ডের সতর্ক প্রহরায় ভেস্তে যায়।

ফলে বিগত ৭২ ঘন্টার মধ্যেই গভীর রাত্রিকালীন দু’দুটো বিশেষ অভিযানে কক্সবাজার জেলার রামু থানাধীন রেজুখাল সংলগ্ন সমুদ্র হতে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ একটি পাচারকারী ট্রলার ও সেন্ট মার্টিন্সের অদুরে সমুদ্র হতে ৫ লক্ষ ইয়াবাসহ আরেকটি পাচারকারী ট্রলার আটক করা হয়। এসময় পাচারকারী চক্রের ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।