আজভ সমুদ্রে ট্যাংকার বিস্ফোরণ, নিখোঁজ ৩ নাবিক।

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

এটি বিস্ফোরণের পরে জেনারেল হাজী আসলানোভের ট্যাঙ্কারের ছবি।

নিজস্ব সংবাদদাতা : ২৪ অক্টোবর আন্তর্জাতিক সময় ১৬:০০ মিঃ এ রাশিয়ান পতাকাবাহী প্রোডাক্ট ট্যাঙ্কার জেনারেল হাজী আসলানোভ কের্চ স্ট্রেইটের উত্তরে আজভ সমুদ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারনা করা হয় ট্যাঙ্কে আগুনের ধাক্কায় বিস্ফোরণটি হয়। ব্ল্যাক সী এর কাভকাজ বন্দরের নোঙ্গর অঞ্চল থেকে রোস্টভ অন ডন,রাশিয়ার আজভ সমুদ্রের দিকে যাওয়ার পথে ট্যাঙ্কারটি ছিল খালি অবস্থায়,একটি খালি কার্গো ট্যাংকে বিস্ফোরণটি হয়,যার ফলে জলরেখার উপরে একটি হলের লঙ্ঘন হয়।

রাশিয়ার জরুরি সংস্থা বলেন, বিস্ফোরণটি ৩ জন নবিককে ওভারবোর্ডে ফেলে দেয়, সম্ভবত তারা ৩ জন জাহাজের ট্যাংকে ওয়েল্ডিং এর কাজে নিয়োজিত ছিল যার জন্য বিস্ফোরণটি ঘটে।।তবে আগুনের উৎপত্তির ঘটনা এখনও পরিষ্কার নয়, বিস্ফোরণের পরে ১৩ জন নাবিকের মধ্যে,৩ জন নিখোঁজ,৬ জনকে সরিয়ে নেওয়া হয়,৪ জন অন-বোর্ডে আছে। অতঃপর ট্যাঙ্কারটিকে আজভ সমুদ্রের কের্চ স্ট্রেইটের বাইরের অ্যাঙ্কারেজে ফিরিয়ে দেওয়া হয়।