Ro Ro ship sinks in collision with tanker in Japan; 3 missing including captain

জাপানে ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে রো রো জাহাজ ডুবি;ক্যাপটেন সহ ৩ জন নিখোঁজ

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : জাপানে ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে রো রো জাহাজ ডুবি এবং ক্যাপটেন সহ ৩ জন নিখোঁজ বলে খবর পাওয়া যায়।

২৭শে মে টোকিও সময় রাত ১১:৫৫ মিনিটে মার্শাল পতাকাবাহী প্রোডাক্ট ট্যাঙ্কার উলসান পাইওনিয়ার সাথে জাপানী পতাকাবাহী বাইক্কো নামের রো-রো জাহাজের  সংঘর্ষ হয়।

জাপানের অভ্যন্তরীণ সমুদ্রের শিকোকু দ্বীপের ইমাবাড়ি, উত্তর-পশ্চিমে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রধান মন্ত্রিপরিষদ সচিব ক্যাটসুনোবু কাটো একটি সংবাদ সম্মেলনে জানায়,

বৃহস্প্রতিবার কুরুশিমা স্ট্রাইটে মধ্যরাতের ঠিক আগে রাসায়নিক ট্যাঙ্কারের সাথে বাইক্কো রো রো জাহাজের সংঘর্ষ হয়।

পরবর্তীতে মধ্যরাত প্রায় আড়াইটার দিকে বাইক্কো জাহাজটি ডুবে যায়।

তিনি বলেন, ট্যাংকার ক্রুদের মধ্যে কোনও আঘাতের চিহ্ন নেই এবং তারা সকলে সুস্থ আছেন।

আর ট্যাংকার জাহাজে কোনও ফুটো বা পানি প্রবেশ করতে পারে এমন কোন আলামত পাওয়া যায়নি।

তবে ট্যাংকার জাহাজটির এ্যাংকর স্টেশন ও ধনুক মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়।

ডুবে যাওয়া রো রো জাহাজের ১২ জন নাবিকের মধ্যে নয় জনকে উপকূলরক্ষী এবং আশেপাশের জাহাজগুলোর সাহায্য উদ্ধার করা হয়।

বাকি ৩জন এখনও নিখোঁজ তবে তাদের খোঁজ অব্যহত আছে।

শুক্রবার সেটো অভ্যন্তরীণ সাগরে ঘটনা স্থলে রেস্কিউ জাহাজ ও বিমান দ্বারা নিখোঁজ ৩ নাবিক সদস্যের খোঁজ জারি রাখেন।

জাপানে ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে রো রো জাহাজ ডুবি এবং ক্যাপটেন সহ ৩ জন নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত জাপানী কোস্টগার্ড তল্লাশি শুরু করেন বলে জানান তারা।

জাপান কোস্টগার্ডের এক মুখপাত্র মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত উলসান পাইওনিয়ার  ট্যাঙ্কার জাহাজটি চিহ্নিত করেন।

তিনি আরও জানান, উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান ও উদ্ধার কাজে ১৪ টি টহল জাহাজ এবং তিনটি বিমান মোতায়েন করেন।

আরোও পড়ুন…

রোমানিয়ার কনস্টান্টার বন্দর হতে ঐতিহাসিক হেরোইন জব্দ

জলদস্যু মোকাবেলায় আইএমও’র নতুন রেজোলিউশন গ্রহণ 

পশ্চিম আফ্রিকার জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকল সংস্থাকে দ্বিগুণ প্রয়াসের আহ্বান জানায় আইএমও

বৈশ্বিক সামুদ্রিক সম্প্রদায় গিনি উপসাগরে জলদস্যুতার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বর্ধিত সহযোগিতার বিষয়ে নতুন আইএমও রেজোলিউশন গ্রহণ করেন আইএমও।

পাশাপাশি মোকাবিলার জন্য বর্ধিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) সুরক্ষা কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম আইন প্রয়োগকারীদের শক্তিশালীকরণ।

জলদস্যুদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা এবং জাহাজের জন্য নিরাপত্তা এসকর্ট সরবরাহ করা।

আইএমও’র মেরিটাইম সেফটি কমিটি (এমএসসি) সদস্য দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের পশ্চিম এবং মধ্য আফ্রিকা মেরিটাইম সিকিউরিটি ট্রাস্ট ফান্ডে আর্থিকভাবে অবদান রাখতে চায়।

যার উদ্দেশ্য সামুদ্রিক সুরক্ষা উন্নত করতে গিনি উপসাগরীয় রাজ্যগুলিকে তাদের জাতীয় এবং আঞ্চলিক সক্ষমতা বিকাশে সহায়তা করা।