দেশের সকল সমুদ্র বন্দরগুলিতে আবহাওয়া অধিদপ্তরের ১ নাম্বার সংকেত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

নিজস্ব সংবাদদাতা: সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের কারণে চাটোগ্রাম, কক্সবাজার, মংলা এবং পাইড়ার সমুদ্র বন্দরকে ১ নাম্বার সতর্কতা সংকেত উত্তোলন করতে বলা হয়।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম-পশ্চিম দিকে একই ভবে নিম্নচাপটি সোমবার সকাল 6 টায় কেন্দ্রিকভাবে চট্টগ্রাম বন্দরের দক্ষিণ-পশ্চিমে ১০৮৬ কিমিঃ, কক্সবাজার বন্দরের ১০৪৬ কিমিঃ দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দরের দক্ষিণ-পশ্চিমে ৯৪১ কিলোমিটার এবং পেয়ারা বন্দরের দক্ষিণ-পশ্চিমে ৯৫১ কিমিঃ কিমিঃ বেগে আসছে।
সম্ভবত এটি আরও তীব্র হবে এবং পশ্চিমে সরবে।
নিম্নচাপটি সেন্টারের ৪৪ কিলোমিটারের মধ্যে সর্বাধিক টেকসই বাতাসের গতি প্রায় ৪০ কিলোমিটার প্রতি / স্কোলে ৫০ কিলোমিটার অবধি বাড়ছে।
এতে উত্তর বঙ্গোপসাগরের সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সাথে এগিয়ে চলার পরামর্শ দেয়।