A fire on a Russian ship in Las Palmas has killed at least three people and injured four others

লাস পালমাসে রাশিয়ান জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড, ৩ জনের মৃত্যু ও ৪ জন আহত

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : প্রতিদিনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে রাশিয়ান ট্রলার জাহাজে আগুনের সূত্রপাত হয়।২৪ ডিসেম্বর বিকেলে ক্যানারি দ্বীপপুঞ্জের লাস পালমাসে জর্জিয়া পতাকাবাহী এসভিইবার্গ ফ্যাক্টরী ট্রলার জাহাজে এ ঘটনা ঘটে। জাহাজটি ১৮ ই ডিসেম্বর থেকে লাস পালমাস বন্দরের জেটিতে বাঁধা আছে।জাহাজটির প্রাক্তন নাম ছিল কিং ডরি।আগুন জাহাজের বগি মধ্যে সীমাবদ্ধ ছিল বলে জানা যায়। তাই আগুন জাহাজের অন্য কোথাও ছড়াতে পড়েনি।লাস পালমাস বন্দরের ৫তম দমকল-বাহিনী ফায়ার ইঞ্জিন মোতায়েন করেন এবং আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রভাবিত বগিগুলির মধ্যে খুব উচ্চ তাপমাত্রা দ্বারা সীমাবদ্ধ ছিল বলে দমকলকর্মীরা জানায়। বেশকিছু সময় যাবৎ জাহাজের তিনজন নাবিক নিখোঁজ ছিল এবং পরে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরোও চার জন নাবিক ধোঁয়া শ্বাসকষ্টে ভুগছিলেন, তাদের মধ্যে দু’জনকে জরুরীভিওিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।