The world's largest Maersk Line ship caught fire in the Atlantic Ocean

আটলান্টিক মহাসাগরে বিশ্বের বৃহওম মার্স্ক লাইন জাহাজে অগ্নিকান্ড

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : পর্তুগাল মেরিটাইম কর্তৃপক্ষ জানায়, ২৬ ডিসেম্বর সকালে
দক্ষিণ পর্তুগালের আটলান্টিক মহাসাগরে ডেনমার্ক পতাকাবাহী কনটেইনার মার্স্ক ইএলবিএ জাহাজের ইঞ্জিন রুমে আগুনের সূএপাত হয়। জাহাজটি শ্রীলঙ্কা থেকে সুয়েজ হয়ে ফেলিক্সস্টোয় যুক্তরাজ্যে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়। এতে জাহাজের ইঞ্জিনের ক্ষমতা হারিয়ে ফেলে অতঃপর জাহাজের কর্মকর্তারা এমআরসিসি লিসবনের সাথে যোগাযোগ করে তাৎক্ষনাৎ পর্তুগিজ সামুদ্রিক কর্তৃপক্ষ কনটেইনার জাহাজের সহায়তায় ঝাঁপিয়ে পড়ে এবং একটি লাগোস মেরিটাইম পুলিশ লঞ্চ এবং আরেকটি পর্তুগিজ নৌবাহিনীর ‘এনআরপি ক্যাসিওপিয়া’ জাহাজ ঘটনাস্থলে পাঠায়। তারা ক্ষতিগ্রস্থ জাহাজটিকে সাগ্রেসের বাইরে সুরক্ষিত ভাবে নোঙ্গর করতে সহায়তায় করে। নোঙ্গরে ক্ষতিগ্রস্থ জাহাজের মেরামতের কাজ চলছে। এতে সমুদ্র দূষণের সম্ভাবনা থাকায় এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য লাগোস বন্দর কর্তৃপক্ষ মেরিটাইম অনুসন্ধান ও উদ্ধার দলকে সক্রিয় ও স্ট্যান্ডবাইতে রাখেছে।ক্ষতিগ্রস্থ জাহাজের সকল নাবিক সদস্য নিরাপদ আছে বলে জানা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।